বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা না খেলা নির্ভর করছিল ভারতের বড় জয়ের উপর। নেদারল্যান্ডসকে শেষ ম্যাচে উড়িয়ে ২০২৫ সালে সাকিব আল হাসানদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত করে দিলো রোহিত শর্মার দল।
এই ম্যাচের ফলাফল ভারতের জন্য কোনো গুরুত্ব বয়ে না আনলেও বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নির্ভর করছিল এই ম্যাচের ওপর। কারণ, এই ম্যাচে জিতে ২ পয়েন্ট পেলেই যে বাংলাদেশকে টপকে সেরা আটে পৌঁছে যেত ডাচরা!সেক্ষেত্রে গ্রুপপর্বের শেষ ২ দল হিসেবে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পেত না টাইগররা।
যাক, সেসবের কিছুই হয়নি। নেদারল্যান্ডসকে ১৬০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে রোহিত শর্মার দল। তাতে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলাও নিশ্চিত হলো।
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে বিশ্বকাপে ৮ নম্বরের থাকার বাধ্যবাধকতা ছিল। বাংলাদেশ ৮ নম্বরে থেকেই শেষ করেছে। ভারতের বিপক্ষে ডাচরা শেষ ম্যাচটি জিতলে নয় নম্বরে নেমে যেতে হতো বাংলাদেশকে। তখন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও ছিটকে যেতে হতো বাংলাদেশকে।