সম্প্রতি যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের মার্কিন অ্যাটর্নি অফিসের পক্ষ থেকে জানানো হয়, খালিস্তানি ‘নেতাকে’ হত্যার ছক কষেছিলেন এক ভারতীয় কর্মকর্তা। যিনি আগে ভারতের আধা-সামরিক বাহিনী সিআরপিএফে কর্মরত ছিলেন। পান্নুনকে হত্যার জন্য দু’জনের সঙ্গে আলোচনা করেছিলেন নিখিল গুপ্তা নামে ওই ভারতীয় কর্মকর্তা। ওই দুজনই আবার ‘আন্ডার-কভার এজেন্ট’ ছিলেন বলে দাবি করা হয়েছিলো।
এরই জের ধরে প্রতিশোধ নিতে এবার আগামী এক সপ্তাহ অর্থাৎ ১৩ ডিসেম্বরের মধ্যে ভারতের পার্লামেন্টে হামলা চালানো হবে বলে হুঁমকি দিয়েছেন শিখ নেতা গুরপতবন্ত সিং পান্নুন। একটি ভিডিও পোস্ট করে এ হুমকি দিয়েছেন ভারতে নিষিদ্ধ সংগঠন ‘শিখ ফর জাস্টিস’-এর প্রধান।
উল্লেখ্য পান্নুন হামলার জন্য যে দিনটির (১৩ ডিসেম্বর) কথা উল্লেখ করেছেন, ২২ বছর আগে সেই দিনেই পার্লামেন্টে জঙ্গি হামলা চালানো হয়েছিল।
তবে এ বিষয়ে এখনও ভারত সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।