ভারতের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দেশটির বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিকৃতিসহ সেলফি পয়েন্ট স্থাপন করতে বলেছে। ইউজিসির পক্ষ থেকে এই নির্দেশনা এমন এক সময়ে এল, যখন আর মাত্র কয়েক মাস পরই দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
এই নির্দেশনায় মোদি সেলফি কর্নারে ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমেও পোস্ট কারার জন্য উৎসাহিত করা হয়েছে। সেলফি বুথে থ্রিডি ছবি প্রদর্শনের ব্যবস্থাও রাখতে হবে। বিভিন্ন বিষয়সহ যেমন শিক্ষাখাতের আন্তর্জাতিকীকরণ, স্মার্ট ভারত হ্যাকাথন, উচ্চশিক্ষায় ভারতের অগ্রগতি মাথায় রেখে সেলফি কর্ণার বানাতে হবে।
গতকাল শুক্রবার এসংক্রান্ত একটি চিঠি ভারতের বিশ্ববিদ্যালয়গুলোর ভাইস চ্যান্সেলর বা উপাচার্য এবং কলেজগুলোর অধ্যক্ষদের কাছে পাঠানো হয়েছে।
তবে এমন স্থাপনা নির্মাণ করতে বলার কোনো আইনি বিধান নেই বলে জানিয়েছে সমালোচকেরা। তারা বলছেন, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে সূক্ষ্মভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে যে, ভারতের সব অর্জনের পেছনে মাত্র একজন ব্যক্তির ভূমিকা।