ভারতের সৎ প্রতিবেশীর মনোভাব নিয়ে সমস্যা সমাধানের লক্ষ্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্যে গভীর ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে এই প্রতিক্রিয়া জানান তিনি। রাজনাথ সিংয়ের বক্তব্য দায়িত্বহীন ও উসকানিমূলক বলে বিবৃতিতে জানিয়েছেন সাইফুল হক।
সাইফুল হক বলেন, “রাজনাথ সিংহ যেভাবে ইসরায়েল-হামাস ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে বাংলাদেশ পরিস্থিতির সঙ্গে তুলনা করে যুদ্ধের প্রস্তুতি নিয়ে থাকতে বলেছে তা বিস্ময়কর ও হঠকারী। বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসাবে ন্যায্যতা, সমতা ও সমমর্যাদার ভিত্তিতে ভারতের সঙ্গে সকল দ্বিপাক্ষিক সমস্যার সমাধান করতে চায়।”
ভারত সরকারকে তাদের বাংলাদেশবিরোধী পররাষ্ট্র নীতি পরিবর্তন করে সৎ প্রতিবেশীর মনোভাব নিয়ে সকল সমস্যা সমাধান করার আহ্বান জানিয়েছেন সাইফুল হক।