ভারতে পুলিশের ওপর গুলি চালানোর মূল অভিযুক্ত সাজ্জাক আলম শনিবার সকালে এনকাউন্টারে নিহত হয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম ওয়ান ইন্ডিয়া জানিয়েছে, সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালানোর পরিকল্পনা করছিলেন তিনি।
চোপড়া সীমান্ত দিয়ে পালানোর সময় পুলিশের গুলিতে সাজ্জাক আলমের মৃত্যু হয়।
সূত্র জানায়, সাজ্জাকের শরীরে তিনটি গুলি লাগে—বাঁ কাঁধে, পিঠে এবং পায়ে। এরপর তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এই ঘটনাকে কেন্দ্র করে ভারতজুড়ে এনকাউন্টার নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। যদিও এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। ঘটনার পরপরই জেলা পুলিশ প্রশাসন হাই অ্যালার্ট জারি করেছে।
আরইউএস//বিএন