সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাওয়ার পথে এক নারী ও দুই শিশুকে আটক করেছে বিজিবি।
সোমবার (৯ সেপ্টেম্বর) কলারোয়া উপজেলার হিজলদী সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
আটক তিনজনের বাড়ি শেরপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলায়।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে হিজলদী বিওপির সদস্যরা হাবিলদার তিমথি চাকমার নেতৃত্বে সুলতানপুরে অবস্থান নেয়। এসময় অবৈধভাবে ভারতে যাওয়ার প্রাক্কালে এক নারী ও দুই শিশুকে আটক আটক করা হয়।
আটককৃতদের কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।