২০ বছর আগে ভারত মহাসাগরে সৃষ্ট বিধ্বংসী সুনামিতে প্রাণ হারানো ব্যক্তিদের স্মরণে শ্রদ্ধা জানিয়েছেন তাদের স্বজনরা। ২০০৪ সালের ২৬ ডিসেম্বরের ওই দুর্যোগে দক্ষিণপূর্ব ও দক্ষিণ এশিয়ায় প্রায় ২ লাখ ৩০ হাজার মানুষ প্রাণ হারায়।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) নিহতদের স্মরণে কবরস্থানে গিয়ে মোমবাতি জ্বালিয়ে ও ফুল দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
ঘটনাটি শুরু হয় ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে, যখন ৯.১ মাত্রার ভূমিকম্পের ফলে ১৭.৪ মিটার (৫৭ ফুট) উঁচু ঢেউ সৃষ্টি হয়। এই সুনামি ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা ও ভারতসহ অন্তত ৯টি দেশে আঘাত হানে।
মৃতদের মধ্যে অর্ধেকের বেশি ইন্দোনেশিয়ান ছিলেন। ইন্দোনেশিয়ার উলি লিহিউ গ্রামে গণকবরস্থানে শতাধিক বেঁচে থাকা ব্যক্তি ও পরিবার নিহত স্বজনদের স্মরণ করতে উপস্থিত হন। সেখানে তারা কবরস্থানে ফুল দেন এবং তাদের স্মরণে শোক পালন করেন। অনেকেই কান্নায় ভেঙে পড়েন।
বহু স্বজনহারা মানুষ তাদের প্রিয়জনের দেহাবশেষ বা কোনো চিহ্ন খুঁজে পাননি। অনেককে পরিচয়হীন অবস্থায় গণকবরে সমাহিত করা হয়েছে। ৫২ বছর বয়সী নুরখালিস, যিনি সুনামির আঘাতে তার স্ত্রী, সন্তান এবং পিতা-মাতাকে হারিয়েছেন, জানান, তাদের প্রতি তার ভালোবাসা আজও আগের মতোই গভীর।
ইন্দোনেশিয়ার পাশাপাশি ভারত, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডেও এই দিনটি শোক ও শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হয়।
আরএস//বিএন