সবার হাতে হাতে স্মার্টফোনের অসচেতন ব্যবহার সময়টাকে দূষিত করে তুলছে। ইদানীং দেখা যাচ্ছে অভিনয়শিল্পী থেকে শুরু করে ইউনিটে থাকা প্রায় সবারই ফেসবুক পেজ, টিকটক অ্যাকাউন্ট ও ইউটিউব আছে। ব্যক্তিগত স্বার্থের জন্যও স্মার্টফোনের অপব্যবহার হচ্ছে শুটিং সেটে এমনটাই মনে করেন প্রভা।’
দীর্ঘ বিরতির পর তিনি কাজে ফিরেছেন। কাজে ফিরে ভিডিও ক্লিপ নিয়ে খুব বিব্রত হয়েছেন তিনি। এবার জানালেন অনুমতি ছাড়া সহশিল্পীর ভিডিও ধারণের কথা।
প্রভার ভাষায়, ‘আমি যাদের বিশ্বাস করতাম, যাদের সহশিল্পীর চেয়ে ভালো বন্ধু মনে করতাম, তাদের কিছু কর্মকাণ্ড আমাকে আহত করেছে। এমনও দেখেছি, কোনো কোনো সহশিল্পী আছেন, তাদের ফেসবুক, টিকটক ও ইউটিউব আছে, ভিউ পাওয়ার জন্য শুটিং সেটে এমন কিছু অ্যাকটিভিটি করেন, যেটার কোনো অনুমতি নেয়ার প্রয়োজন পর্যন্ত মনে করেননা।’‘আমারই একজন সহকর্মীকে প্রায়ই দেখেছি, অনুমতি ছাড়াই এমন কর্মকাণ্ড করেন। তার সহকারী ক্যামেরা চালাচ্ছেন, অথচ সেটা শুটিংয়ের কিছু না, যেটার জন্য বিব্রতবোধ করেছি!এসব ভিডিও ক্লিপ ইউটিউব বা টিকটকে দেখতাম, আমাকে মানসিকভাবে খুব বিপর্যস্ত করেছে এসব।’