দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামে ঘূর্ণিঝড় ইয়াগির আঘাতে ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে উত্তরাঞ্চলীয় প্রদেশ হাই ফং ও কোয়াং নিনহে ঘণ্টায় ২০৩ কিলোমিটার গতিতে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী এই ঘূর্ণিঝড়টি আঘাত হানে বলে ইন্দো-প্যাসিফিক ট্রপিক্যাল সাইক্লোন ওয়ার্নিং সেন্টারের বরাতে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
গণমাধ্যমটি বলছে:
“শনিবার সকালে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ‘ইয়াগি’ দেশের উত্তরাঞ্চলের ওপর প্রবল গতিতে আছড়ে পড়ে। এতে কোয়াং নিনহ প্রদেশে তিনজন এবং হ্যানয়ের কাছে হাই ডুয়ং প্রদেশে আরও একজন প্রাণ হারান। এলাকাটিতে ঝড়টির তাণ্ডবে এখন পর্যন্ত প্রায় ৭৮ জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।”
স্থানীয়রা জানান, তুমুল দমকা হাওয়া এবং উড়ে আসা ধ্বংসাবশেষের আঘাতে দুর্যোগপূর্ণ এলাকায় বহু ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া, দেশটির রাজধানী হ্যানয়ের কিছু অংশে বিদ্যুৎ সঞ্চালন লাইনের ওপর বড় বড় গাছ ভেঙে পড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এর আগে শুক্রবার (৬ সেপ্টেম্বর) চীনের প্রসিদ্ধ পর্যটন কেন্দ্র হাইনান দ্বীপে আঘাত হানে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ইয়াগি। তার একদিন পরেই ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় উপকূলে প্রবল গতিতে আছড়ে পড়লো ঝড়টি।
আরএস