দেশের গণ্ডি পেরিয়ে কলকাতার সিনেমায় অভিনয় করেছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। তবে ভিসা জটিলতার কারণে অনিশ্চয়তায় পড়েছে তার প্রথম ভারতীয় সিনেমা। ওপার বাংলার দেবরাজ সিনহার নির্মিত ‘ফেলুবকশি’- সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে সিনেমাটির শুটিং শেষ হলেও এখনো বাকি ডাবিং। ভিসা জটিলতার কারণে ভারতে যেতে পারছেন না এই অভিনেত্রী।
পরীমনি বলেন, আমার আগের ভিসা নেই। নতুন ভিসা পেতেও সমস্যা হচ্ছে। এখন কবে ভিসা পাবো, কবে যেতে পারবো, বুঝতি পারছি না। এটি আমার কলকাতার প্রথম সিনেমা। আমি চাই দ্রুতই শেষ করে মুক্তি পাক সিনেমাটি। ‘ফেলুবকশি’ সিনেমার কাজ করতে গিয়ে কলকাতার আরেকটি সিনেমায় কাজের সুযোগ পেয়েছেন পরীমনি। তবে এ সিনেমার বিষয়ে এখনই বিস্তারিত জানাতে নারাজ এই অভিনেত্রী। এ বিষয়ে তিনি বলেন, কাজটি চূড়ান্ত করেছি। কিন্তু এখনই বিস্তারিত বলতে মানা আছে। ১০ দিন বাংলাদেশেও শুটিং হবে। শুনেছি বাংলাদেশ থেকেই এর শুটিং শুরু হতে পারে। অনেক বড় বড় তারকারা এ সিনেমায় অভিনয় করবেন।
তাই আয়োজন করেই এ খবর জানানোর পরিকল্পনা করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান। এদিকে গত ৮ই আগস্ট পরীমনি অভিনীত অনম বিশ্বাসের ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’- মুক্তির কথা ছিল। কিন্তু দেশের পরিস্থিতির কথা বিবেচনা করে এই সিরিজের মুক্তিও পিছিয়ে গেছে। চলতি মাসের শেষ সপ্তাহে মুক্তির কথা আছে। এই সিরিজে সুপ্তি চরিত্রে অভিনয় করেছেন পরীমনি।
আরএ//