আসছে ফিফা উইন্ডোতে ভুটানের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এ দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আজ শনিবার (২৪ আগস্ট) গণমাধ্যম পাঠানে সংবাদ বিজ্ঞপ্তিতে ১৪ সদস্যের দল ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা। আগামী ৫ ও ৮ সেপ্টেম্বর হবে বাংলাদেশ-ভুটানের এ দুই ম্যাচ।
বাংলাদেশ দলঃ মিতুল মারমা, মোহাম্মদ হোসেন সুজন, মো. পাপু হোসেন, মেহেদী হাসান, রহমত মিয়া,ইসা ফয়সাল, মো. শাকিল হোসেন, মো. হৃদয়, দিদারুল আলম, সৈয়দ কাজিম কিরমান্নে, জামাল ভূঁইয়া, জায়েদ আহমেদ,শাহরিয়ার ইমন, আকরাম ফয়সাল আকাশ।
আয়নুল/এমএ//