ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করেছে বাংলাদেশ ব্যাংক। ইসলামী ব্যাংকের বেশিরভাগ শেয়ার এস আলমের হাতে থাকায় এরূপ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
বুধবার (২১ আগস্ট) বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এছাড়াও, স্বতন্ত্র পরিচালক দিয়ে আপাতত সব ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছে তারা।প্রত্যেক পরিচালক ২ শতাংশ শেয়ার কিনে নিতে পারলে পুনরায় তাদেরকে পরিচালক পদে নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
উল্লেখ্য, এস আলম গ্রুপ ২০১৭ সালে ইসলামী ব্যাংক দখলে নেয়। মালিকানা নেওয়ার পর নামে-বেনামে প্রায় ৭৫ হাজার কোটি টাকা বের করে নিয়েছে এস আলম গ্রুপ। ইসলামি ব্যাংক বাংলাদেশের শেয়ারের ৮২ শতাংশের মালিকানা রয়েছে এস আলমের গ্রুপের হাতে।
নাসিফ/এমএ//