ভেনেজুয়েলায় প্রশ্নবিদ্ধ প্রেসিডেন্ট নির্বাচনে নিকোলাস মাদুরোকে জয়ী ঘোষণা করেছে দেশটির জাতীয় নির্বাচনী পরিষদ (সিএনই)। তবে বিরোধীদলীয় জোটের নেতারা নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ করেছেন।
সোমবার (২৯ জুলাই) মাদুরোর কাছের বন্ধু বলে পরিচিত সিএনইর প্রধান এলভিস আমোরোসো নির্বাচনের আংশিক ফলাফলের ভিত্তিতে এ ঘোষণা দেন বলে জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসি।
আমোরোসো বলেন, ৮০ শতাংশ ভোট গণনা শেষে মাদুরো ৫১ দশমিক ২০ শতাংশ এবং তাঁর প্রতিদ্বন্দ্বী বিরোধী জোটের প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ উরুতিয়া ৪৪ দশমিক শূন্য ২ শতাংশ ভোট পেয়েছেন।
এ প্রসঙ্গে এডমুন্ডো গঞ্জালেজের নেতৃত্বাধীন বিরোধীদলীয় জোটের এক মুখপাত্র অভিযোগ করে বলেন, আমাদের জোটের পক্ষ হতে কেন্দ্রগুলোয় হাজারো পর্যবেক্ষক নিয়োগ করা হলেও অসংখ্য ভোটকেন্দ্র থেকে তাঁদের বের করে দেওয়া হয়েছে।
অপর দিকে, আংশিক ফল ঘোষণার পর কারাকাসে সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন নিকোলাস মাদুরো। তিনি তাঁর পুনঃনির্বাচনকে শান্তি ও স্থিতিশীলতার জয় আখ্যা দিয়ে বলেন, ভেনেজুয়েলার নির্বাচন একটি স্বচ্ছ পদ্ধতি। এ সময়, তিনি বিরোধীদের আক্রমণ করে বলেন, তারা প্রতি নির্বাচনে পরাজয়ের পরই কারচুপির কথা বলে কেঁদে থাকে।
প্রসঙ্কত, ২৫ বছর আগে ভেনেজুয়েলায় হুগো চাভেজের নেতৃত্বে ক্ষমতায় বসে সমাজতান্ত্রিক মতাদর্শের অনুসারী পিএসইউভি পার্টি। ২০১৩ সালে চাভেজের মৃত্যুর পর ক্ষমতায় বসা মাদুরোও একাধারে ১১ বছর ধরে শাসন করছেন লাতিন আমেরিকার দেশটিতে।