দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে ধানমন্ডির সিটি কলেজে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই কেন্দ্রের প্রথম ভোটার হিসেবে ভোট দেন তিনি।
প্রধানমন্ত্রীর সাথে একই সময়ে ভোট দেন কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। এ সময় সাথে ছিলেন প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা ।
সকাল ০৮ টা ০৪ মিনিটে সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৭ টা ৫৭ মিনিটে ভোটকেন্দ্রে পৌঁছান তারা।
রাজধানীর নিউমার্কেট, কলাবাগান, ধানমন্ডি, হাজারীবাগ থানা নিয়ে ঢাকা-১০ সংসদীয় আসনের একটি ভোটকেন্দ্র ঢাকা সিটি কলেজ। এই আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে অভিনেতা ফেরদৌস আহমেদ।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই কেন্দ্রে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর, ২০১৪ সালের ৫ জানুয়ারি এবং ২০১৮ সালের ৩০ ডিসেম্বর নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেন।