আজ (বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মতিঝিলে গাজীপুর পরিবহনের বাসটিতে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও আগুনে বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রওনা হয়। তবে ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।