এবার মদের দোকান খোলার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরবে। তবে মদ কিনতে পারবে শুধুমাত্র বিদেশি কূটনীতিকরা।
একটি প্রতিবেদনে বলা হয়েছে, মদের দোকান খোলা হলেও এখান থেকে সবাই মদ কিনতে পারবেন—বিষয়টি এমন নয়। মূলত বিভিন্ন দেশের কূটনীতিকদের জন্য এই ব্যবস্থা চালু করা হচ্ছে।
মুসলিম নন, এমন কূটনীতিকেরাই শুধু ওই দোকান থেকে মদ সংগ্রহ করতে পারবেন।
এই পানশালার গ্রাহকদের একটি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ছাড়পত্র নিতে হবে। সে সঙ্গে মাসিক বরাদ্দের মধ্যে সীমাবন্ধ থাকবে হবে।
ইসলামে মদপান নিষিদ্ধ হওয়ার পরও পর্যটন ও ব্যবসার স্বার্থে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে এটি একটি মাইলফলক দৃষ্টান্ত। এছাড়া এটি ক্রাউন প্রিন্সের ভিশন-২০৩০ এরও একটি অংশ বলে দাবি করা হচ্ছে।