রুশাইদ আহমেদ || দেশের উত্তরাঞ্চলে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৩টা ৬ মিনিটে রাজশাহী, জয়পুরহাট, ঠাকুরগাঁওসহ আশপাশের এলাকায় কম্পন টের পাওয়া যায়।
ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫ এবং এর উৎপত্তিস্থল ছিল নেপাল-চীন সীমান্তের কোদারী এলাকার ১৪ কিলোমিটার দক্ষিণে। ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার এবং এটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এই ভূমিকম্পের প্রভাব ভারতের বিহার ও শিলিগুড়িতেও অনুভূত হয়েছে।
এর আগে, বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ২টা ৫৫ মিনিটে সিলেটে ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসামের মরিগাঁও অঞ্চল, যেখানে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৩।
এছাড়া, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৬টা ৪০ মিনিটে বঙ্গোপসাগর থেকে উৎসারিত আরেকটি ভূমিকম্প হয়, যার মাত্রা ছিল ৫.১। এর প্রভাব বাংলাদেশের উপকূলীয় জেলা ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ ও ওডিশায় অনুভূত হয়। এই ভূমিকম্পের উৎপত্তিস্থলে গভীরতা ছিল ৯১ কিলোমিটার।