সম্প্রতি ঢাবি, জাবি ও রাবি সহ দেশের বিভিন্ন স্থানে মব জাস্টিস বা বিচার বহির্ভূত হত্যাকান্ডের ঘটনা ঘটে। এর প্রতিবাদে সারাদেশের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরাও প্রতিক্রিয়া জানান।
শনিবার (২১ সেপ্টেম্বর ২০২৪) বেলা ১১ টায় চবি শহিদ মিনার প্রাঙ্গণে শিক্ষার্থীরা মব জাস্টিসের প্রতিবাদে মানববন্ধন করেন।
মানববন্ধনে ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী তাহসান হাবিব বলেন, “বিগত স্বৈরাচারের শাসনামলে আমরা দেখেছি, দেশ জুড়ে কীভাবে আইন বহির্ভূত হত্যাকান্ড এবং জুলুম নির্যাতন চলেছে। যারই ফলস্বরূপ আমরা ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন একটি রাষ্ট্র পেয়েছি। কিন্তু, অভ্যুত্থান পরবর্তী সময়েও বন্ধ হয়নি এই বিচার বহির্ভূত হত্যা। আমরা দেখেছি ঢাবিতে কীভাবে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা এসব মব জাস্টিসের তীব্র প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবী জানাচ্ছি।”
ফিন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. ইশতিয়াক হোসেন মজুমদার বলেন, “একটি স্বাধীন দেশে বিচার বর্হিভূত হত্যা কোনো ভাবেই কাম্য নয়। একজন সুস্থ মানুষের পক্ষে এধরণের অপরাধ সমর্থনযোগ্য নয়। প্রশাসন ও বিচার বিভাগকে এবিষয়ে আরো বেশি তৎপর হওয়ার আহবান জানাবো।”