ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন অনুযায়ী, (২৯ আগস্ট) বৃহস্পতিবার তাদের আটক করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘উই ওয়ান্ট জাস্টিস’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বাড়ি ভাঙচুরের পরিকল্পনা হয়। ওই গ্রুপটিতে একটি ভয়েস ক্লিপ পাওয়া গেছে, যাতে গ্রুপের সদস্যদের কালীঘাটে জড়ো হতে ও মমতার বাড়ি ভাঙচুরের জন্য প্ররোচনা দিতে শোনা গেছে।
ভয়েস ক্লিপটি সুভম সেন শর্মা নামের এক ব্যক্তির। কলকাতা পুলিশ তাকেও আটক করেছে। ক্লিপটিতে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে ভাঙচুর এবং তাকে পদত্যাগে বাধ্য করার স্পষ্ট হুমকি রয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই ভয়েস ম্যাসেজে সুভম শর্মা বলেছেন,
নবান্নে (সচিবালয়) যাওয়ার দরকার নেই। এক কাজ করুন, চলুন সবাই মিলে কালীঘাটে গিয়ে ভাঙচুর করি। এতে মমতা কোণঠাসা হয়ে পড়বেন এবং নিজেই পদত্যাগ করবেন। তার মনে ভয় আছে।