ইসলামের দুটি পবিত্রতম স্থান কাবা শরীফ এবং মসজিদ আল-নববিতে বিয়ের অনুমতি দিয়েছে সৌদি আরব । শনিবার (২৭ জানুয়ারি) সৌদি দৈনিক আল ওয়াতানের বরাত দিয়ে গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ উদ্যোগ নিয়েছে যাতে পবিত্র মক্কা ও মদিনায় বিয়ের আয়োজন করা যায়।
মাসুদ আল জাবরি নামের একজন সৌদি বিবাহ কর্মকর্তা বলেছেন, মসজিদে বিয়ে পড়াতে ধর্মীয় সম্মতি আছে। মহানবী হযরত মুহাম্মদ (সঃ) একবার তাঁর এক সহযোগীর মসজিদে বিয়ের অনুষ্ঠান করেছিলেন।
তিনি আরো বলেন, অনেকের বিশ্বাস মসজিদের বিয়ে পড়ানো হলে সেটি মঙ্গলজনক হয়। তবে মসজিদে নববী অথবা কাবা শরিফে যারা বিয়ে পড়াতে আসবেন তাদের কিছু নিয়ম-কানুন মানতে হবে বলে জানিয়েছেন সৌদির এ কর্মকর্তা।