মহানবী হযরত মুহাম্মাদ (সা.)-কে নিয়ে করা ভারতীয় পুরোহিতের আপত্তিকর মন্তব্য ও ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার প্রতিবাদস্বরূপ বিক্ষোভ মিছিল করেছে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে মাভাবিপ্রবির কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি হাতির কবর সংলগ্ন লেন প্রদক্ষিণ করে ক্যাম্পাসের কৃষ্ণচূড়া লেন হয়ে তৃতীয় একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।
এসময় মিছিলে শিক্ষার্থীরা ’বদরের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’,’বিশ্বনবীর অপমান, সইবে নারে মুসলমান’,‘লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার’,’বিশ্বের মুসলিম এক হও লড়াই করো’,‘আমার নেতা-তোমার নেতা, বিশ্বনবী মুস্তফা’,‘বিজেপি নেতার দুই গালে, জুতা মারো তালে তালে’,’সাবিলুনা সাবিলুনা,আল জিহাদ-আল জিহাদ’, ‘দিল্লী না ঢাকা,ঢাকা ঢাকা’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।
পরবর্তীতে সংক্ষিপ্ত সমাবেশ ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
শুভ/আরএস