কুমিল্লার ইলিয়টগঞ্জ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেখানে রাতভর ঘুমিয়ে পড়া চালকদের কারণে একদিকে যানজট আরেক দিকে থমকে গেছে।এই ঘটনার পর পুলিশ এসে চালকদের জাগিয়ে যানজট নিরসনে কাজ শুরু করে।
২৪ জানুয়ারি ভোররাতে অতিরিক্ত কুয়াশার কারণে ঢাকামুখী গাড়িগুলো সড়কের পাশে দাঁড়িয়ে পড়ে, যার ফলে চালকরা ঘুমিয়ে যান। ধীরে ধীরে সড়কের কিছু অংশে যান চলাচল শ্লথ হতে শুরু করলে পেছনের চালকরাও তাদের গাড়ি দাঁড় করিয়ে ঘুমিয়ে পড়েন, যা বড় ধরনের যানজটে পরিণত হয়।
এ পরিস্থিতি কুমিল্লার কুটুম্বপুর থেকে গোমতা হয়ে ইলিয়টগঞ্জ বাজার পর্যন্ত পাঁচ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। সকালে পুলিশ এসে চালকদের ঘুম থেকে জাগাতে শুরু করে এবং ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক করতে সক্ষম হয়। তবে কিছুটা যানজট এখনও রয়ে গেছে।
হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক বাংলা ট্রিবিউনকে জানান, “বিকেল ৩টা থেকে যানজট শুরু হয়েছিল, চালকরা সড়কে গাড়ি রেখে ঘুমিয়ে পড়েছিলেন। আমরা এসে সবাইকে জাগিয়ে তুলেছি এবং কাজ করছি। আশা করি, কিছু সময়ের মধ্যে পুরো যানজট স্বাভাবিক হয়ে যাবে।”