কক্সবাজারের মহেশখালীতে বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক হয়েছেন। বুধবার (১৮ সেপ্টেম্বর) মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি এলাকায় একটি শটগান ও গুলিসহ শাহজাহান নামের ওই সন্ত্রাসীকে আটক করা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়:
নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে আটক সন্ত্রাসী শাহজাহান দৌড়ে পালানোর চেষ্টা করলে নৌ সদস্যরা তাঁকে ধরে ফেলেন। পরে তল্লাশি করে তাঁর কাছে একটি শটগান ও গুলি পাওয়া যায়।
আটক সন্ত্রাসীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আরএস