মাইক্রোক্রেডিট কার্যক্রম পরিচালনার জন্য একটি স্বতন্ত্র ব্যাংক প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (১৭ মে) আগারগাঁওয়ে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির নতুন ভবন উদ্বোধন শেষে তিনি বলেন, “মাইক্রোক্রেডিটের জন্য আলাদা ব্যাংক গঠন করতে হবে, যার জন্য নতুন ব্যাংক আইন তৈরি করতে হবে।”
তিনি আরও জানান, এই ব্যাংক হবে সামাজিক ব্যবসা ভিত্তিক—যেখানে মালিকেরা মুনাফা তুলতে পারবেন না। এর লক্ষ্য হবে মানুষকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা।
ড. ইউনূস বলেন, “প্রত্যেক মানুষই উদ্যোক্তা হতে পারে, এই ব্যাংক থেকে ঋণ নিয়ে মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারবে। এতে কর্মসংস্থান বাড়বে, আর কেউ বেকার থাকবে না বা চাকরির পেছনে ছুটবে না।”