মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাংলা বিভাগের উদ্যোগে শোক র্যালি ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) রাত আটটায় বাংলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবনের সামনে থেকে শোক র্যালি বের করেন।
র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক ঘুরে স্বাধীনতা স্মারক প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে মোমবাতি প্রজ্বলন করা হয়। শেষে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এ সময়, বাংলা বিভাগের অধ্যাপক ড. শফিক আশরাফ বলেন, মাইলস্টোনের শিক্ষার্থীদের অকালমৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। শিক্ষার্থীদের আমন্ত্রণে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছি।
তিনি বলেন, ঢাকায় যে ভয়াবহ দুর্ঘটনায় যুদ্ধবিমান বিধ্বস্ত শিশুরা প্রাণ হারিয়েছে, তা পুরো জাতিকে কাঁদিয়েছে। রাষ্ট্রীয় শোক ঘোষণার পাশাপাশি আমরা শিক্ষক-শিক্ষার্থী মিলে আজ এই মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে তাঁদের প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানালাম।
একই বিভাগের শিক্ষার্থী ইসমাইল হোসেন বলেন, বাংলাদেশের ইতিহাসে এমন মর্মান্তিক ঘটনা বিরল। একটি যুদ্ধবিমান ছোট ছোট শিশুদের ওপর এভাবে স্কুলে বিধ্বস্ত হওয়ার ঘটনা সবাইকে স্তম্ভিত করেছে। তাই হতাহতদের আত্মার শান্তি কামনা করতে এই শোক র্যালির আয়োজন করা হয়েছে।
আরেক শিক্ষার্থী রিপন রায় বলেন, এই দুর্ঘটনায় সমগ্র জাতি ভেঙে পড়েছে। আমরা সবাই মিলে মোমবাতি জ্বালিয়ে তাদের জন্য দোয়া করেছি। যারা মারা গেছেন তাঁদের জন্য মাগফিরাত কামনা করছি। যারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাঁদের দ্রুত সুস্থতার জন্যও দোয়া করছি।
প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে ঢাকার কুর্মিটোলায় অবস্থিত বিমানবাহিনীর একে খন্দকার বিমানঘাঁটি থেকে এফ-৭ মডেলের একটি যুদ্ধবিমান প্রশিক্ষণ মিশনে অংশ নিতে উড্ডয়নের কিছুক্ষণ পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি শাখার প্রাইমারি সেকশানের একটি ভবনের ওপর আছড়ে পড়লে আগুন ধরে যায়।
এতে এখন পর্যন্ত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর এবং স্কুলটির ২৫ শিশু শিক্ষার্থীসহ অন্তত ৩১ জন প্রাণ হারান। আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পাশাপাশি, এ ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করা হয়। স্থগিত করা হয় ২২ ও ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা।