সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব থাকেন অভিনেত্রী পরীমণি। প্রায়ই তিনি ছেলে পুণ্যর সঙ্গে ছবি এবং খুনসুটির ভিডিও শেয়ার করেন। পরীমণি যেখানে যান, সেখানেই ছেলেকে নিয়ে থাকেন; অর্থাৎ কোলে নিয়েই ঘুরে বেড়ান, তার শারীরিক অবস্থা যেভাবেই থাকুক না কেন।
সম্প্রতি, পরীমণি কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন। দীর্ঘদিন ধরে ভার্টিগো বা মাথাব্যথার সমস্যায় ভুগছিলেন। চিকিৎসার জন্যে হাসপাতালকর্মী হলেও, তিনি ছেলেকে সব সময় কাছে রাখেন।
একটি সামাজিকমাধ্যম ভিডিওতে দেখা যায়, পরীমণির হাতে সুচ ফোটাচ্ছেন ডাক্তার, আর তার পাশেই এক টিমমেটের কোলে পুণ্যকে দেখা যাচ্ছে। পুণ্য মায়ের ট্রিটমেন্ট মনোযোগ দিয়ে দেখছে, একদম চোখ সরাচ্ছে না।
পরীমণি তার ছেলেকে গভীর ভালোবাসা প্রদর্শন করার জন্য শুধু পোস্টেই সীমাবদ্ধ নন; নিজেকে একজন ‘দায়িত্বশীল মা’ মনে করেন।
মাসখানেক আগে পুণ্যর তিন বছর পূর্তি উপলক্ষে পরীমণি সুন্দরবন সফর করেন। জন্মদিন উপলক্ষে তিনি পুণ্যকে কোলে নিয়ে সুন্দরবন ঘুরে দেখান। সেদিন একটি অসাধারণ দৃশ্যের দেখা মেলে: পরীমণি যেখানে হাঁটছিলেন, তার পাশের একটি গাছের ওপর একটি বানর তার বাচ্চাকে কোলে নিয়ে বসে ছিল।
পরীমণি ঠিক একইভাবে পুণ্যকে কোলে নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এই দৃষ্টান্তে, একজন মানুষ ও একটি বানরের মাঝে মাতৃত্বের অভিব্যক্তির মিল দেখে আবেগ ধরে রাখতে পারেননি পরীমণি। তিনি লিখেছেন, “মাতৃত্বের প্রকৃত মানে হলো পরম মমতায় সন্তানকে আগলে রাখা—এটা মানুষের ক্ষেত্রে হোক বা পশুর।”