মাদকের সঙ্গে রাজনীতিবিদ, সাংবাদিক এবং পুলিশ জড়িত থাকায় মাদক বন্ধ হচ্ছে না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।
সোমবার (১৫ জানুয়ারি) রাত আটটার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
শামীম ওসমান বলেন, ‘মধ্যস্বত্বভোগীরা মাদক থেকে কোটি টাকা ব্যবসা করছে, এবার মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং, ভূমিদস্যুতা বন্ধে কাজ করব। কারা জড়িত এর সঙ্গে? মাদক নির্মূল করতে গিয়ে দেখা যাবে এর সঙ্গে রাজনীতিবিদ, পুলিশ, প্রশাসনসহ বিভিন্ন সেক্টরের লোকজন জড়িয়ে আছে। যদি তারা জড়িত না থাকে তাহলে মাদক বন্ধ হবে না কেন?
সবার সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বলেন, ‘জোড় হাত করে আপনাদের সবার সহযোগিতা চাই। আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ্ আর কারও লাগবে না। আমি একাই যথেষ্ট। নারায়ণগঞ্জকে মাদক, সন্ত্রাস, ইভটিজিংমুক্ত রাখা এবং বিনামূল্যে শিক্ষা ও চিকিৎসা সেবা দেয়া হবে।