কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা বাজার থানায় মাদক সংশ্লিষ্টতার দায়ে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেম। নিহতদের মধ্যে রয়েছেন রোকসানা আক্তার রুবি, তার পুত্র রাসেল মিয়া এবং কন্যা জোনাকি। আহত অবস্থায় আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে বাঙ্গরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। প্রাথমিকভাবে এলাকাবাসী রোকসানার পরিবারকে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে সন্দেহ করে আসছিল বলে উল্লেখ করেন তিনি। সেই ক্ষোভ থেকেই এই হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে, পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং বিস্তারিত জানা যাবে তদন্ত শেষে।
স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, রোকসানা আক্তার ও তার পরিবারের বিরুদ্ধে বাঙ্গরাসহ আশপাশের বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার কারণে সাধারণ মানুষ তাদের ওপর ক্ষিপ্ত হয়ে এই চরম পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে।