১০ ডিসেম্বর ২০২৩ আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিরোধীদলের অগ্নিসন্ত্রাসসহ বিভিন্ন মানবতাবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে CAP ও PressXpress এর সহযোগিতায় সারাদেশে পরিচালিত অনুষ্ঠানের অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকবৃন্দ আয়োজিত র্যালি ও সমাবেশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে সকাল ১১ টার সময় শহীদ মিনার চত্বর থেকে শুরু করে র্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে চবি বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ হয় এবং সকাল ১১.৩০ টার সময় সমাবেশ আরম্ভ হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর আবদুল হক এর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হলুদ দলের আহ্বায়ক ও চবি কলা ও মানববিদ্যা অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মো সেকান্দর চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান ছিদ্দিকী, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নাসিম হাসান, জীব বিজ্ঞান অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান, শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. মো. খসরুল আলম কুদ্দুসী, সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর ড. সূকান্ত ভট্টাচার্য, সাবেক সাধারণ সম্পাদক ড. মো. আলী আজগর চৌধুরী, সিন্ডিকেট সদস্য জনাব মোহাম্মদ আলী, প্রফেসর ড. মুহাম্মদ গোলাম কবীর, ড. লায়লা খালেদা, ড. সুজিত কুমার দত্ত, জনাব মো. রেজাউল করিম, জনাব মো. বক্তিয়ার উদ্দিন, প্রফেসর মো. আসাদুল হক, ড. ফনি ভূষণ বিশ্বাস, জনাব মো. সাখাওয়াত হোসেন এবং ড. শান্তা ইসলাম।
সমাবেশে বক্তারা নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে বিদেশি প্রভুদের উৎসাহে বিএনপিসহ কতিপয় রাজনৈতিক দল কর্তৃক পরিচালিত ব্যাপক নাশকতা, পুলিশ হত্যা ও মানুষ পোড়ানোর মতো চরম মানবাধিকার লঙ্ঘনমূলক কার্যক্রমের নিন্দা জানান এবং বিশ্ব মোড়লদের মানবাধিকার সম্পর্কিত দ্বিমুখী আচরণ ও তাদের প্রত্যক্ষ মদদে ইসরাইল কর্তৃক গাজায় নির্বিচার গণহত্যার তীব্র সমালোচনা করেন।
আগামী নির্বাচনকে যাতে কেউ বাধাগ্রস্ত করতে না পারে সেজন্য সকলকে সোচ্চার ও সজাগ থাকার আহ্বান জানিয়ে সমাবেশে বক্তাগণ দেশি-বিদেশি সকল চক্রান্ত রুখে দিয়ে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে পুনরায় বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার গঠনের মধ্য দিয়ে দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে বঙ্গবন্ধুর উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়ার ক্ষেত্রে সর্বাত্মক কজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সাইফুল ইসলাম তোহা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়