টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টরিয়াল বডি নিয়োগ দেওয়া হয়েছে।এতে প্রক্টর হিসেবে একজন এবং সহকারী প্রক্টর হিসেবে চারজন নিয়োগ পেয়েছেন।
অত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার (২৩ই সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়,আগামী তিন বছরের জন্য প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন অত্র বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোঃ ইমাম হোসেন। এর পাশাপাশি সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মোহা: সুলতান আহম্মেদ,ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হযরত আলী,পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুর রাজ্জাক,হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ আব্দুল হালিম।
নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. ইমাম হোসেন আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রেখে মাভাবিপ্রবিকে একটা শিক্ষাবান্ধব ও নিরাপদ ক্যাম্পাস হিসেবে গড়ে তুলার আশ্বাস ব্যক্ত করার পাশাপাশি প্রক্টর অফিসকে সবার জন্য উন্মুক্ত ও নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ঘোষনা দিয়েছেন।