বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়, ৯ বছর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। এই মামলায় জায়েদ খান, অভিনেতা শাহরিয়ার নাজিম জয়, সাজু খাদেমসহ মোট ৫০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
গত রোববার ঢাকার মহানগর হাকিম জাকী আল ফারাবীর আদালতে ব্যান্ড শিল্পী আসিফ ইমাম এ মামলা করেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে একটি স্টেজ শোতে অংশগ্রহণরত জায়েদ খান এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, “আমরা শিল্পী হয়ে সাবেক প্রধানমন্ত্রীকে হত্যা করার চেষ্টা করব, এ ধরনের অভিযোগ ভিত্তিহীন ও অযৌক্তিক। প্রকৃত অপরাধীদের আড়াল করার জন্যই আমাদের মতো শিল্পীদের জড়ানো হচ্ছে। আমরা রাজনৈতিক সংঘাতে বিশ্বাসী নই, শিল্পীরা ফুলের মতো শান্তিপূর্ণ।”
তিনি আরও বলেন, “দেশে অস্থিতিশীলতা তৈরির জন্য একটা ষড়যন্ত্র চলছে বলে আমার মনে হচ্ছে। আসল অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে, কিন্তু নির্দোষ মানুষকে এসকল ধরনের মামলায় হয়রানি থেকে রক্ষাও করতে হবে। আমি একাধিকবার শিল্পী সমিতিতে নির্বাচিত হয়েছি এবং সবসময় দলমতের ঊর্ধ্বে উঠে কাজ করেছি।”
মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৫ সালের ২০ এপ্রিল নির্বাচনী প্রচারণার সময় খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালানো হয়। এতে ১২-১৪টি গাড়ি ভাঙচুর, ৪টি মোটরসাইকেলে আগুন দেওয়ার পাশাপাশি নেতাকর্মীদের মারধর করা হয়। খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীরা এই হামলায় আহত হন, এবং পথচারীরাও আহত হন যখন আসামিরা ইট-পাথর নিক্ষেপ করে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মতিঝিল থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।
এমএ//