কার্তিক আরিয়ানকে ভালো লাগে এমন কথা ‘কফি উইথ কারাণ’-এ এসে অনেক আগেই জানিয়েছিলেন সারা আলি খান। তার বছরখানেকের মধ্যে ইমতিয়াজ আলির ‘লভ আজ কাল’ ছবিতে জুটিও বাঁধেন সারা ও কার্তিক।
ছবির শ্যুটিং ও প্রচারে নেমে একে অপরের প্রেমে পড়েন এই দুজন। দুজনেই সেই প্রেমের কথা আলাদা করে যেমন বলেননি, তেমনই লুকিয়েও রাখেননি। যদিও সেই প্রেম বেশিদিন টেকেনি, ভেঙে যায়।
সম্প্রতি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে যোগ দিতে গুজরাটের গান্ধীনগরে গিয়েছিলেন বলিউডের একঝাঁক তারকা। সেখান থেকে ফেরার সময় একসঙ্গে ফিরেছেন অভিনেত্রী কারিনা কাপুর, কারিশ্মা কাপুর ও সারা আলী খান। সারার ঠিক তার পিছনেই ছিলেন কার্তিক আরিয়ান। সেখানে সৎ মা কারিনা কাপুরের সামনেই সাইফ কন্যা কার্তিক আরিয়ানকে আলিঙ্গন করেন এবং সুযোগ পেয়ে কার্তিকের দিকে চুমু ও ছুড়ে দেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সাম্প্রতিক সেই ভিডিওতে নতুন করে সারা-কার্তিকের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। প্রশ্ন উঠেছে ফের কি সারা-কার্তিকের প্রেম জোড়া লাগছে? নাকি নেহাতই এটা বন্ধুত্ব, সৌজন্য বিনিময়।