অবশেষে থামল জীবন-মরণ লড়াই। মারা গেছেন ভারতের সবচেয়ে জনপ্রিয় গোয়েন্দা টিভি সিরিজ সিআইডি’র ‘ফ্রেডরিক্স’ বা ‘ফ্রেডি’ খ্যাত অভিনেতা দীনেশ ফাদনিস । সোমবার দিবাগত রাত ১২টায় মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।
প্রথমে জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দীনেশ। কিন্তু এ তথ্য সঠিক নয় বলে জানান সিআইডির আরেক অভিনেতা নয়ানন্দ শেঠি। গতকাল এ অভিনেতা বলেন, ‘এটি হার্ট অ্যাটাক নয়; তার লিভার ক্ষতিগ্রস্ত হয়েছে। যার কারণে দ্রুত তাকে তুঙ্গা হাসপাতালে ভর্তি করানো হয়। গত দুই দিন তার শারীরিক অবস্থা অনেক বেশি আশঙ্কাজনক ছিল। তারপর থেকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল তাকে। চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আজ তার শেষকৃত্য সম্পন্ন হবে। হাসপাতাল সূত্রে খবর, দীনেশের যকৃৎ বিকল হয়ে গিয়েছিল। তার জেরেই মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।
দীনেশের মৃত্যুর খবর নিশ্চিত করে দয়ানন্দ বলেন, তিনি আর নেই। সোমবার রাত ১২.০৮ নাগাদ মৃত্যু হয়েছে তার। আমি তার বাড়িতে আছি। আজ তার শেষকৃত্য হবে দৌলত নগর শ্মশানে। সিআইডির প্রায় সবাই উপস্থিত আছেন।