ব্যক্তিগত কারণ দেখিয়ে মালদ্বীপে মুইজ্জু সরকারের দুই নারী মন্ত্রী পদত্যাগ করেছেন। পদত্যাগকারী দুই নারী মন্ত্রী হলেন মারিয়াম শিউনা ও মালশা শরিফ।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রেসিডেন্ট দফতর বরাবর পদত্যাগপত্র জমা দেন দুই মন্ত্রী মালশা শরিফ ও মারিয়াম শিউনা।
ব্যক্তিগত কারণ দেখালেও তাদের পদত্যাগের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘ক্লাউন’ বলে কটাক্ষ করার যোগসূত্র রয়েছে বলে মনে করা হচ্ছে।
গত বছরের ডিসেম্বরে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ ভ্রমণে যান মোদি। ভ্রমণ শেষে দিল্লিতে ফিরে ওই দ্বীপটির কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। মোদি ওই পোস্টকে কেন্দ্র করে তুমুল সমালোচনা শুর হয় মালদ্বীপের সামাজিক যোগাযোগমাধ্যমে। এরই প্রেক্ষিতে মোদিকে কটাক্ষ করেন মালদ্বীপের মন্ত্রিসভার সদস্যরা।
উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রীর প্রতি ‘অবমাননাকর’ মন্তব্য করার অভিযোগে এই তিনজনকে চলতি বছরের জানুয়ারিতে বরখাস্ত করা হয় মারিয়াম শিউনা, মালসা শরিফ ও মাহজুম মজিদকে।