মালয়েশিয়ায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সেকেন্ড হোম এর বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
সোমবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ চলাকালীন এই বিষয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। তবে শুধুমাত্র অনুমানের ভিত্তিতে এই বিষয়ে মালেশিয়ার দূতাবাসে প্রশ্ন করবেন না বলেও মন্তব্য করেছেন তিনি।
রাষ্ট্রপতির মালয়েশিয়ায় সেকেন্ড হোম সাংবিধানিকভাবে সম্ভব কিনা এই প্রশ্নের উত্তরে
তৌহিদ হোসেন বলেন, “এরসঙ্গে সম্পর্কযুক্ত কোনো কাজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের না। শুধুমাত্র অনুমানের ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু করতে পারবে না।” এছাড়াও, রাষ্ট্রপতির বিষয়টি খুবই সংবেদনশীল তাই যথাযথ কর্তৃপক্ষ এটা দেখবে বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, প্রবাসী সাংবাদিক ও আলোচিত ব্যক্তিত্ব জুলকারনাইন সায়েরের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিদেশে সম্পদ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয় গত রবিবার।