মালয়েশিয়ার ১৭ তম রাজা হিসেবে অভিষিক্ত হয়েছেন সুলতান ইব্রাহিম। সম্প্রতি রাজধানী কুয়ালালামপুরে জাতীয় প্রাসাদে শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান হয়েছে তার।
১৩টি রাজ্য ও ৩টি ঐক্যবদ্ধ প্রদেশ নিয়ে গঠিত মালয়েশিয়ায় বর্তমানে ৯টি রাজ পরিবার রয়েছে। এসব পরিবার থেকেই পরিবারের প্রধান ব্যক্তিকে চক্রাকারে প্রতি ৫ বছরের জন্য রাজা হিসেবে মনোনীত করা হয়।
বর্তমানে বিশ্বের বৃহত্তম রাজতন্ত্র বলে গণ্য করা হয় মালয়েশিয়ার রাজতন্ত্রকে। ৬৫ বছর বয়স্ক সুলতান ইব্রাহিম যে রাজপরিবার থেকে এসেছেন, সেটি ১৬ শতক থেকে ক্ষমতাসীন রয়েছে জোহর প্রদেশে।
সুলতান ইব্রাহিম মালয়েশিয়ার শীর্ষ ব্যবসায়ীদের মধ্যে একজন। রিয়েল এস্টেট, খনিসহ বিভিন্ন খাতে ব্যবসা রয়েছে তার। নতুন রাজা বিলাসবহুল গাড়ি ও মোটরবাইকের বিশাল সংগ্রহের জন্যও বেশ পরিচিত।