বলিউড আইটেম গার্ল মালাইকা অরোরার সময়টা বেশ কঠিন যাচ্ছে। পেশাগত জীবনে কাজ কমে যাওয়ার পাশাপাশি ব্যক্তিগত জীবনেও নানা টানাপোড়ন চলছে। সম্প্রতি বাবাকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন মালাইকা। এমন সংকটময় মুহূর্তে তার পাশে দাঁড়িয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান।
মালাইকা ছিলেন সালমানের ছোট ভাই আরবাজ খানের স্ত্রী। ১৯ বছরের বিবাহিত জীবন ভেঙে যাওয়ার পর মালাইকার সঙ্গে সালমানের সম্পর্কেও দূরত্ব তৈরি হয়। ২০১৭ সালের পর থেকে তাদের একসঙ্গে প্রকাশ্যে দেখা যায়নি। তবে মালাইকার বাবার মৃত্যুর পর সাত বছরের সেই মান-অভিমান দূরে সরিয়ে মধ্যরাতে মালাইকার বাড়িতে হাজির হন সালমান।
শুধু বাড়িতে যাওয়া নয়, সালমান ফোন করেও মালাইকাকে মানসিক সমর্থন দেন। এরপর বৃহস্পতিবার বাবার শেষকৃত্য শেষে মালাইকার মায়ের ফ্ল্যাটেও যান তিনি। সেখানে তিনি মালাইকার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
মালাইকার বাবা অনিল মেহতা দীর্ঘদিন ধরে বিষণ্নতায় ভুগছিলেন। বুধবার সকালে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়।