বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি।
সোমবার (২৩ সেপ্টেম্বর) নোয়াখালীতে নিজের নির্বাচনী এলাকায় মোটর শোভাযাত্রা করায় বিএনপির কেন্দ্রীয় দপ্তর তাঁকে কারণ দর্শানোর নোটিশটি পাঠায় বলে জানা গিয়েছে।
গত ৮ সেপ্টেম্বর এক চিঠিতে বিএনপির পক্ষ থেকে জনদুর্ভোগ সৃষ্টি করে এমন মোটরবহর বা শোভাযাত্রা পরিহারে নেতা-কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছিল। পাশাপাশি, পোস্টার, ব্যানার ও ফেস্টুন প্রদর্শন থেকেও দলটির সকলকে বিরত থাকতে বলা হয়। কিন্তু মাহবুব উদ্দিন খোকন সেই নির্দেশনা না মানায় এই নোটিশ পাঠালো দলটি।
ওই চিঠিতে আরও উল্লেখ করা হয়, এরই মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, ঢাকাসহ সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রঙবেরঙের পোস্টার, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করছেন। এটি অত্যন্ত দৃষ্টিকটু, অনভিপ্রেত এবং দলের শৃঙ্খলা পরিপন্থী। এ ধরনের পোস্টার, ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা থেকে নেতা-কর্মীদের বিরত থাকার নির্দেশ দেওয়া হচ্ছে।
আরএস