রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহিকে জুতা দিয়ে পেটানোর হুমকি দিয়েছেন এক যুবক, অভিযুক্ত যুবক নৌকার প্রার্থীর সমর্থক বলে জানা গেছে।
শনিবার (২৩ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক ভিডিওতে মাহিকে জুতা দেখিয়ে তিনি বলেছেন, ‘আপনার মতো মাহিয়া মাহিকে, এই যে দেখছেন এই জুতা? এই জুতা দিয়ে, একদম জুতা দিয়ে পিটানো উচিত আপনার মতো মেয়েকে।
ওই যুবক ভিডিওতে মাহিয়া মাহি সম্পর্কে আপত্তিকর মন্তব্যও করেন। কারা সিনেমায় যায়, সেই প্রশ্নও তোলেন। তিনি বলেন, ‘আপনার মতো মাহিয়া মাহির দ্বারা তানোর-গোদাগাড়ীর উন্নয়ন তো দূরের কথা; হাজারো ছেলে নষ্ট হবে,আপনার মতো দুশ্চরিত্রা মহিলা থাকলে। আপনাকে জুতা দিয়ে পিটানো উচিত। ’
ওই যুবকের নাম মাহাবুর রহমান মাহাম। তিনি বঙ্গবন্ধু সৈনিক লীগের রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে বেড়ান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।