মা-বাবাকে সঙ্গে নিয়ে ওমরাহ পালন করলেন ‘কাবিলা’খ্যাত ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। বুধবার (১৩ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে বাবা-মায়ের সঙ্গে মক্কা শরিফের সামনে দাঁড়ানো একটি ছবি পোস্ট করেন তিনি।
যার ক্যাপশনে তিনি লেখেন, ‘আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। বাবা মা-কে সাথে নিয়ে ওমরাহ পালন করলাম। আলহামদুলিল্লাহ।’ পলাশের সেই পোস্টে ভক্তরাও বিভিন্ন ইতিবাচক মন্তব্য করেছেন। মা-বাবাকে সঙ্গে নিয়ে ওমরাহ পালনের জন্য অভিনেতার প্রশংসাও করেছেন।
পলাশের লক্ষ্য তার ডাকবাক্স ফাউন্ডেশনে যেই শতাধিক সেচ্ছাসেবী কাজ করেন তাদের থেকে প্রতিমাসে ৫ জনকে নিজ উদ্যেগে তাবলিগে পাঠাবেন।
পলাশ দর্শকদের মাঝে হাস্যরসাত্মক চরিত্রের জন্য বেশ জনপ্রিয়। ব্যাচেলর পয়েন্ট নাটকে তিনি ‘কাবিলা’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মাঝে বিশেষ করে তরুণদের মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠেন। এছাড়াও ফ্যামিলি ক্রাইসিস নাটকে ‘পারভেজ’ নামে বেশ পরিচিত হয়ে উঠেন। এই নাটকটিতে মূলত তিনি তার ছন্দ ছাড়া অনর্গল কবিতা বলার জন্য বেশ জনপ্রিয়তা পান।