বলিউড তারকা দীপিকা পাডুকোন ও রণবীর সিংয়ের প্রথম সন্তানের জন্ম হয়েছে ৮ সেপ্টেম্বর। মা হওয়ার পর দীপিকার জীবন অনেকটাই পরিবর্তিত হয়েছে। সম্প্রতি অভিনেত্রী একটি ইনস্টাগ্রাম রিল শেয়ার করে এই পরিবর্তনের কথা জানান দেন।
এতে দেখা যায়, এক ব্যক্তি পর্দা থেকে সরে যাচ্ছেন, আরেকজন নারী ঘুম থেকে উঠে রান্নাঘরের দিকে যাচ্ছেন। তিনি খাবার প্রস্তুত করছেন, প্লেটের দিকে তাকাচ্ছেন এবং পরে ডাইনিং টেবিলে বিশৃঙ্খলভাবে খাচ্ছেন। প্রথম কামড় মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই তার অবস্থা মনে হচ্ছে যেন ঘুমে অচৈতন্য।
রিলটির ক্যাপশনে লেখা হয়েছে, “বড়রা যদি নবজাতকের মতো খেত।” ভিডিওতে নবজাতকের মতো মুখ খোলা অবস্থায় একটি শিশু মাতৃদুগ্ধের জন্য মাকে খুঁজছে, যা দেখে মনে হচ্ছে দীপিকাও ভিডিওটির সঙ্গে নিজেকে একাত্ম করতে পারছেন, ঠিক যেমন নতুন মায়েরা অনুভব করেন।
তার এই পোস্ট বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছে।