ভারতীয় বাঙালি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তিয়াসা রায়। ‘কৃষ্ণকলি’ সিরিয়াল দিয়ে তার জনপ্রিয়তা শীর্ষে পৌঁছে গেছে। তার প্রাক্তন স্বামী সুবন রায় এখন আর পর্দায় নেই।
এরইমধ্যে গুঞ্জন রটেছে নায়িকা মা হতে চলেছেন!
সম্প্রতি একটি ফটোশুটে ভিন্ন স্টাইলে দেখা গেছে তিয়াসাকে। অভিনেত্রীর চেহারায়, গড়নে ফুটে উঠেছে নতুন তথ্য।
তিয়াসা মা হবেন বলে মন্তব্য করছেন নেটিজেনরা। তবে বাবা কে তা কেউ জানেন না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানিয়েছেন, আগামী বছর বিয়ে করবেন তিনি। তবে বর কে তা প্রকাশ করেননি তিনি। মা হওয়ার কথাতো অনেক পরে।