কলকাতার আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনার পর থেকেই বিক্ষোভে উত্তাল রাজপথ। নারীদের নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন অনেকেই। এমন সময়ে, অভিনেত্রী মিমি চক্রবর্তী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে ধর্ষণের হুমকি পেয়েছেন, যা নিয়ে তিনি নিজে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। এবার তার পাশে দাঁড়ালেন পরিচালক সৃজিত মুখার্জি।
এক প্রতিবেদনে জানানো হয়েছে, মিমি চক্রবর্তী তাকে হুমকি দেওয়ার একটি স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ওই অ্যাকাউন্ট থেকে লেখা হয়, “মিমি শুধু একটা মেয়ে বলেই তার জন্য খারাপ ভাষা ব্যবহার করতে পারছি না। আজ যদি এই ঘটনা মিমির সঙ্গে ঘটত, তাহলে কী করতিস? মিমির পরিবারকেও ১০ লাখ টাকা দিতিস নাকি? তাহলে মিমিকে আমার ঘরে পাঠিয়ে দিস, আমি দিয়ে দেব ১০ লাখ ওর পরিবারকে।”
এই পোস্ট শেয়ার করে মিমি লিখেছেন, “আমরা একজন মহিলার জন্য ন্যায় বিচার চাইছি, আর এদিকে কিছু মানুষ ধর্ষণের হুমকিকে স্বাভাবিক বিষয় হিসেবে মেনে নিয়েছে। এরা সেই বিষাক্ত পুরুষ সমাজের অংশ, যারা ভিড়ের মধ্যে মিশে গিয়ে দাবি করে যে তারা মেয়েদের পাশে আছে, এটা কেমন শিক্ষা??”
পরিচালক সৃজিত মুখার্জি এই ঘটনা নিয়ে নিজের ফেসবুকে মন্তব্য করেছেন, “সেলেবদের ঘৃণা করুন, কিন্তু ভেবেচিন্তে। জেলে ইন্টারনেট নাও পেতে পারেন।”
সৃজিতের এই পোস্টের কমেন্ট সেকশন বন্ধ রাখা হয়েছে অবাঞ্ছিত মন্তব্য এড়ানোর জন্য। মিমি ও সৃজিত দুজনেই নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রতিবাদ জানিয়ে আসছেন।
এমএ//