রাজধানীর মিরপুরে সাংবাদিকদের জন্য প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে দায়ের করা মামলা বাতিল ঘোষণা করেছে দেশের সর্বোচ্চ আদালত।
২১ মে, বুধবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন।
আদালতে মির্জা আব্বাসের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তাদের সহায়তা করেন অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হান বিশ্বাস।
এই মামলার সূত্রপাত ২০০৬ সালে, যখন তৎকালীন গৃহায়ন প্রতিমন্ত্রী আলমগীর কবিরের হস্তক্ষেপে নিয়ম লঙ্ঘন করে রাজধানীর মিরপুর ৮ নম্বর এলাকায় সাত একর জমির একটি প্লট বরাদ্দ দেওয়া হয় “ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতি লিমিটেড” নামে একটি সংগঠনকে।
এর প্রেক্ষিতে ২০১৪ সালের ৬ মার্চ, শাহবাগ থানায় একটি দুর্নীতির মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় অভিযুক্ত করা হয় গৃহায়ন প্রতিমন্ত্রী আলমগীর কবিরসহ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের তিন কর্মকর্তাকে।
তদন্ত শেষে, ২০১৫ সালের জানুয়ারিতে দুদকের উপ-পরিচালক হামিদুল হাসান নতুনভাবে মির্জা আব্বাস ও বিজন কান্তি সরকারের নাম যুক্ত করে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। পরে ২০১৭ সালের ২০ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত-৪ মির্জা আব্বাসসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।
তবে আপিল বিভাগের সর্বশেষ রায়ে মির্জা আব্বাসের বিরুদ্ধে দায়ের করা মামলাটি বাতিল হয়ে যায়, যা তাকে মামলার দায় থেকে অব্যাহতি দেয়।