প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আগামী সাত দিনের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
এদিন সকাল ১১টার দিকে শুনানি শুরু হয়। শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন। তিনি বলেন, এই মামলায় মির্জা ফখরুল ইসলামের কোনো সম্পৃক্ততাই ছিল না। তিনি নির্দেশ দেবেন সেই পরিস্থিতিও সেখানে ছিল না। এ মামলায় তার কোনো সম্পৃক্ততা নাই। তিনি বয়স্ক মানুষ। তিনি জামিন পাওয়ারযোগ্য।
তিনি আরো বলেন, আমি আদালতে আরও বলেছি, এ মামলায় ব্যারিস্টার শাজাহান ওমরও ছিলেন। তিনি জামিন পেয়েছেন। তাহলে মির্জা ফখরুল ইসলাম কেন পাবেন না। সব শুনে আদালত সাত দিনের একটা রুল জারি করেছে। আশা করি রুল শুনে আদালত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন দেবে।
রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল জামিনের বিরোধিতা করে বলেন, আসামি একটি দলের মহাসচিব, তার ডাকে সারাদেশ থেকে লোকেরা আসে। হামলা করেন। পরে আদালত জামিন না দিয়ে রুল দেওয়ার কথা জানান।