আফ্রিকা কাপ অব নেশনসে পঞ্চমবারের মতো টুর্নামেন্টটি খেলতে আসা মোজাম্বিকের কাছে প্রায় হেরে চরম লজ্জার মুখে পড়তে যাচ্ছিল মিশর। তবে শেষ মুহূর্তে তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ পেনাল্টি থেকে গোল করে মিশরের ‘ইজ্জত’ বাঁচিয়েছেন।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলে মিশর। এতে ম্যাচের ২ মিনিটেই এগিয়ে যায় তারা। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে মোজাম্বিক। ম্যাচের ৫৫ মিনিটে দলটির মিডফিল্ডার ডোমিঙ্গোসের ক্রস পেয়ে বল জালে জড়ান উইটি।সমতায় ফিরে যেনো আরও উজ্জীবিত হয়ে উঠে মোজাম্বিক। ক্লেসিও বাকের দারুণ গোলে ২-১ গোলে এগিয়ে যায় তারা।
পিছিয়ে পড়া মিশরও ম্যাচে ফেরার চেষ্টা করে। গোলবার লক্ষ্য করে দারুণকিছু আক্রমণ তৈরি করলেও সেগুলো থেকে গোল করতে পারছিল না তারা। তবে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে পাওয়া পেনাল্টি থেকে গোল করে দলকে নিশ্চিত হারের হাত থেকে বাঁচিয়েছেন সালাহ।