ছাত্রজনতার গণ-অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে বঙ্গবন্ধুর প্রতিকৃতি গুঁড়িয়ে দেয় দুর্বৃত্তরা।
গত ৫ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপে বিক্ষুব্ধ দুই যুবককে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙতে দেখা যায়। এ ছাড়া, গত ৪ আগস্ট সকালের দিকে প্রতিকৃতিটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে ডেট্টয়েট সিটির দমকল বাহিনীর সদস্যরা এসে অগ্নিনির্বাপণ করেন।
জানা যায়, চার বছর পূর্বে মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্টামিক শহরের বাংলাদেশ অ্যাভিনিউর কনান্ট স্ট্রিটের পাশে পাথর ও কাঠের তৈরি নয় ফুট উচ্চতা ও পাঁচ ফুট প্রশস্তের এই প্রতিকৃতি নির্মাণ করে মিশিগান অঙ্গরাজ্য যুবলীগ। প্রতিকৃতিটি গুঁড়িয়ে দেওয়ায় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগে নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
এ প্রসঙ্গে যুবলীগ নেতা রুম্মান চৌধুরী ইভান বলেন, “১০ বছরের চুক্তিতে জমি ইজারা নিয়ে নির্মাণ করা বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভেঙে ফেলায় যুবলীগ নেতাকর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। বিদেশের মাটিতে এই ন্যাক্কারজনক কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা।”
রুশু//