চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। যদিও তাকে পর্দায় কিছুদিন দেখা যায়নি, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন। সম্প্রতি, মিষ্টি লুকে ছবি শেয়ার করে ভক্তদের মাঝে মুগ্ধতা ছড়ালেন এই অভিনেত্রী।
ইনস্টাগ্রামে পাঁচটি ছবি শেয়ার করেছেন মিম। ছবির ক্যাপশনে ‘হাউ টু লেট গো’ গানের লিরিক্স শেয়ার করে মিম লিখেছেন, “আমি আয়নাতে যাকে দেখছি তাকেই ভালোবাসি।”
ছবিগুলোতে দেখা যায়, মিম পরেছেন সবুজ রঙের একটি স্লিভলেস গাউন। গলায় রয়েছে নিজের নাম লেখা একটি চেইন এবং কানে ছোট রিং কানের দুল পরেছেন। নো মেকআপ লুকে ফোন ক্যামেরার সামনে পোজ দিয়েছেন মিম, যা তার আবেদনময়ী রূপকে আরও উজ্জ্বল করে তুলেছে।
মিমের আবেদনময়ী লুক এবং মিষ্টি হাসি ভক্তদের হৃদয়ে ঝড় তুলেছে। কমেন্টবক্সে তার রূপের প্রশংসা করেছেন অনেকেই। একজন নেটিজেন মন্তব্য করেছেন, “তুমি যেন রূপের সাগর, নিখুঁত সৌন্দর্যের পরম উদাহরণ। তোমার ছবিগুলো দেখে পৃথিবী যে সুন্দর, তা তোমার মধ্যে আবিষ্কার করেছি।”