মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে যাত্রীবাহী বাস উল্টে ৭ জন নিহত হয়েছেন। এতে আরও ৩৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার (৩১ আগস্ট) দিবাগত রাতে মিসিসিপির ওয়ারেন কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
মিসিসিপির ওয়ারেন কাউন্টির করোনার ডগ হাস্কি বরাতে সংবাদমাধ্যমটি লিখেছে, মিসিসিপির ভিকসবার্গের পূর্বাঞ্চলে বাস উল্টে দুই ভাই-বোনসহ সাতজন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া, দুর্ঘটনায় আহত ৩৭ জনকে স্থানীয় হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়েছে। নিহতদের পরিচয় সনাক্তকরণে কাজ চলছে বলেও জানান হাস্কি।
এ বিষয়ে মিসিসিপি হাইওয়ে পেট্রোল বলেছে:
“শনিবার মধ্যরাতে ওয়ারেন কাউন্টির বোভিনা সংলগ্ন ইন্টারস্টেট-২০ এ ২০১৮ ক্লাসের একটি ভলভো বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
আরএস