খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শহীদ মীর মুগ্ধের শেষ আবেগঘন অনুরোধ স্মরণে এবারও কালো কাপড়ে ঢাকা পড়েছে ‘অদম্য বাংলা’ ভাস্কর্য। আজ ১৮ জুলাই, শুক্রবারের জুমার নামাজের পর দুপুর ২টার দিকে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে প্রতীকী এই কর্মসূচি পালিত হয়।
ভাস্কর্যের প্রতিটি মুখ ও চোখে বাঁধা কালো কাপড় যেন এক নিঃশব্দ প্রতিবাদ, এক অদৃশ্য আহ্বান। ঠিক যেমনটি শহীদ মীর মুগ্ধ লিখেছিলেন মৃত্যুর আগে— “এই কালো কাপড় যেন কখনোও না সরানো হয়… এটা সব সময় মনে করিয়ে দিবে আমাদের দুর্বলতা এবং পরাধীনতাকে।”
তার ভাই মীর স্নিগ্ধ গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে সেই পোস্টের একটি স্ক্রিনশট শেয়ার করে লেখেন, “খুলনা বিশ্ববিদ্যালয়ের জুনিয়রদের প্রতি অনুরোধ থাকবে, কালকে একদিনের জন্য হলেও এই কালো কাপড় যেন পরানো থাকে।”
সেই অনুরোধের প্রতি সম্মান জানিয়ে, সাধারণ শিক্ষার্থীরা এবারও স্বতঃস্ফূর্তভাবে অদম্য বাংলার প্রতীকী মুখগুলো ঢেকে দেয় কালো কাপড়ে। আন্দোলনের প্রতীক হয়ে থাকা এই কাপড় যেন হয়ে ওঠে স্মৃতির পরত, শ্রদ্ধার ছোঁয়া এবং একটি অনড় বার্তা— আন্দোলনের চেতনাকে স্মরণ করো, ভুলে যেও না।